রাইজিংসিলেট- কুলাউড়ায় থানার নবাগত অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্যে নবাগত ওসি মো: গোলাম আপছার বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। বরাবরই আমার অবস্থান ন্যায়ের পক্ষে ছিল।
তিনি বলেন, আগামীতেও আপনাদের সহযোগিতা নিয়ে কুলাউড়ার আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।
৩৬ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।