শনিবার (১৫ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে মিফতাহ সিদ্দিকী এ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগ) এর পদে মনোনীত করায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের অগ্রনায়ক, বাংলাদেশের জনগনের আস্থা এবং ভরসাস্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ এর প্রতি। ইনশাআল্লাহ আমার উপর আমার নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে বিশ্বাস ও আস্থা নিয়ে দায়িত্ব অর্পণ করেছেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সকল নেতা-কর্মীদের নিয়ে সেই দায়িত্ব পালন করতে সদা সচেষ্ট থাকবো।