ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষককে তুলে নেওয়ার পর বেধড়ক পিটিয়ে ‘বাংলাদেশি’ স্বীকার করানোর চেষ্টা অত:পর

rising sylhet
rising sylhet
নভেম্বর ২, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ads

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়ায় রফিকুল মোল্লা নামে স্থানীয় এক কৃষককে তুলে নেওয়ার পর বেধড়ক পিটিয়ে ‘বাংলাদেশি’ স্বীকার করানোর চেষ্টার অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কয়েকজন সদস্যের বিরুদ্ধে।

 রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

এমনিতেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে ভয়-ভীতি বিরাজ করছে নাগরিকদের মধ্যে; এর মধ্যে বিএসএফের এমন আচরণ তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে সীমান্ত এলাকায়। ইতোমধ্যে এ ঘটনায় মামলাও দায়ের হয়েছে স্থানীয় চাপড়া থানায়।

ভুক্তভোগী ব্যক্তি বলেন, চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ সেখানে কয়েক জন বিএসএফ সদস্য এসে হাজির হন। আমাকে জোর করে তুলে নিয়ে যান। একটি জায়গায় অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হয় আমাকে।

ওই কৃষকের আরও অভিযোগ, তাকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করতে থাকেন বিএসএফের সদস্যরা। তাকে দিয়ে স্বীকার করাতে চান যে তিনি ও পার থেকে অনুপ্রবেশ করেছেন। কিন্তু, রফিকুল তা মানতে না চাওয়ায় চলে মারধর। এমনকি পায়ে শিকল বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে তাকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন শনিবার (১ নভেম্বর) সকালে হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রফিকুল। ওই এলাকাতেই তার বাড়ি; পেশা কৃষিকাজ।

রফিকুল মোল্লা নামে আহত ওই কৃষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে, ওই অভিযোগ নিয়ে বিএসএফের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।

ডিএসপি শিল্পী পাল বলেন, বিএসএফের কোম্পানি কমান্ডার এবং এক কর্মীর বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ পেয়েছি। কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। কিন্তু, তিনি এখন আসামে আছেন। আমাদের তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।