ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কৃষক লীগ নেতা গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৮, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

কুলাউড়ায় একাধিক অভিযোগে অভিযুক্ত কৃষক লীগ নেতা আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার রাতে হাজীপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আজিজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে।

সুজন তালুকদার আরও বলেন, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওদুদ বক্স পলাতক হওয়ার পরও বর্তমান প্যানেল চেয়ারম্যানের সাথে তাল মিলিয়ে মনু প্রকল্পে নিয়োজিত বালুর ট্রাক আটকিয়ে চাঁদাবাজি, পরিষদে গ্রাহকদের অর্থের বিনিময়ে জন্মসনদ ও নাগরিকত্ব পাইয়ে দেওয়াসহ থানায় একাধিক অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে হাজীপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজিজ হাজীপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ ছাড়াও তিনি হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওদুদ বক্সের একান্ত সহযোগী।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

৬১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।