• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরের মিছিল ,পুলিশ ব্যানার কেড়ে নেয়

risingsylhet.com
প্রকাশিত এপ্রিল ১, ২০২৩

শনিবার (১ এপ্রিল) বিকেলে ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরের তুলাপট্টি থেকে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ ব্যানার কেড়ে নেয়।

এরপরও পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করে বিএনপি। এ সময় মিছিল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আটক করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, পুলিশের বাধা উপেক্ষা করে আবু সাঈদ চাঁদ ব্যস্ত সড়কে প্রতিবন্ধকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছিলেন। এ কারণে তাকে আটক করা হয়েছে। তবে এখনও গ্রেফতার দেখানো হয়নি।

আবু সাঈদ চাঁদকে আটক করা হলে বিএনপি নেতাকর্মীরা তুলাপট্টির বিপরীত সড়কে সমাবেশ শুরু করেন। তাতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও সাবেক এমপি হারুনুর রশিদ।

১৪ বার পড়া হয়েছে।