ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কেন সিলেটের সঙ্গে বৈষম্য

rising sylhet
rising sylhet
অক্টোবর ১১, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

ads

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১ টা থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন আব্দুল্লাহ মামুন সুজন।

কেন সিলেটের সঙ্গে বৈষম্য ?’ এই জ্বলন্ত প্রশ্নকে সামনে রেখে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শান্তিপূর্ণ অনশন কর্মসূচি শুরু করেছেন তিনি । এখন পর্যন্ত এক ফোঁটা পানীয় পর্যন্ত গ্রহণ করেননি। তাঁর নীরব প্রতিবাদ যেন সিলেটের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার বিরুদ্ধে এক গর্জে ওঠা আওয়াজ।

সুজনের একক এই নীরব প্রতিবাদ আজ আর একক নেই। তাঁর পাশে দাঁড়িয়েছে শিক্ষার্থী, সচেতন নাগরিক, এবং বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি সংগঠন ‘রেভিটা বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা আব্দুল্লাহ মামুন সুজনের সাথে একাত্বতা পোষণ করে রাস্তায় আন্দোলনে নেমেছেন।

রেভিটা বাংলাদেশ শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ‘সিলেটবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রশাসনের নির্বিকার ভূমিকা আর মেনে নেওয়া যায় না।

আব্দুল্লাহ মামুন সুজনের চারপাশে শোভা পাচ্ছে প্ল্যাকার্ড। আর এই প্লেকার্ডে লেখা সিলেটবাসীর ৭ দফা দাবিগুলো হলো- ‘সিলেটের জন্য বিশেষ বাজেট ঘোষণা করতে হবে, সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে পাশাপাশি ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা বাড়াতে হবে, সিলেট থেকে ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইটে বিমানের টিকেটের দাম কমাতে হবে, সিলেট-ঢাকা ট্রেনের ডাবল লাইন নির্মাণ করতে হবে এবং নতুন ট্রেন বাড়াতে হবে, সিলেটে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, সিলেটের পর্যটন খাত উন্নয়নের জন্য বিশেষ বাজেট ঘোষণা করতে হবে।

অন্যদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একই দিনে, একই সময়ে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে। তারা জানায়, ‘সুজনে অনশন আমাদের ঘুম ভাঙিয়েছে। আমরা মনে করি, এটি শুধুমাত্র একটি ব্যক্তির আন্দোলন নয়, এই আন্দোলন গোটা সিলেটবাসীর। তাই আমরা সবাই তার সাথে রাস্তায় আছি।

আন্দোলনের তৃতীয় দিনে এসেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস বা কার্যকর পদক্ষেপ না আসায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। শহীদ মিনারের দুই পাশের রাস্তায় শিক্ষার্থীদের অবরোধে অংশ নেওয়া, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি, এবং সংগঠনের পক্ষ থেকে মিছিল ও অবস্থান কর্মসূচি এ অঞ্চলের বঞ্চনার প্রতিচিত্র তুলে ধরেছে। সিলেটের উন্নয়নকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন প্রমাণ করে কবে সিলেটবাসী পাবে তাদের প্রাপ্য ন্যায্যতা।

আব্দুল্লাহ মামুন সুজন সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের বাসিন্দা এবং একজন বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসায়ী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।