raising sylhet
ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

কোকা-কোলা পান করে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন অজ্ঞান

rising sylhet
rising sylhet
এপ্রিল ১১, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল উপশহরে কোমল পানীয় কোকা-কোলা পান করে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন অজ্ঞান হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় সিলেটের শাহপরাণ থানাধীন উপশহর এলাকার এইচ ব্ল‌কের ৩নং রো‌ডের আলী হো‌সেনের বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের স্বজনদের অভিযোগ, একই এলাকার রাজু নামের এক ব্যক্তি বাসার পার্শ্ববর্তী একটি দোকান থেকে সেই কোকা-কোলা কিনে এনেছিল। সেই কোকা-কোলা পান করার পরই তারা অজ্ঞান হয়ে যান। পরে কোকা-কোলা বোতলে সাদা পাউডার জাতীয় বস্তু দেখতে পান তারা।

ঘটনার পর থেকে রাজু নামের ওই যুবক পলাতক রয়েছেন। রাজু হবিগঞ্জের বানিয়াচং থানার বুলুই গ্রামের বাসিন্দা।

শামসুল হকের ভাই বাচ্চু মিয়া বলেন- রাজু বাসার পাশের একটি দোকান থেকে সোমবার রাতে কোকা-কোলার বোতল নিয়ে এসে এদের পান করতে দেন। সেই কাকা-কোলা পান করার পরই কামরু‌ন্নেসা, এল‌মিনা, রু‌বিনা, লুভনা ও তামীম অজ্ঞান হয়ে যান। তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা তাদের ওসমানী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসায় তাদের জ্ঞান ফেরে। কোকা-কোলা বোতলে সাদা পাউডার জাতীয় বস্তু রয়েছে বলে জানান তিনি।

তবে এর পিছনের কারণ বলতে পারছেন না তিনি। ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন- বিষয়টি সম্পর্কে আমরা রাতে অবগত হয়েছি। খোঁজ-খবর নিচ্ছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ আসেনি বলে জানা তিনি।

কোকা-কোলা খেয়ে অসুস্থ হয়ে পড়া ৫ জন হলেন- ওই বাসার শামসুল হকের স্ত্রী কামরু‌ন্নেসা (৩৫), মেয়ে এল‌মিনা (১৪), রু‌বিনা বেগম (১৭) ও লুভনা বেগম (১০) এবং ছেলে তামীম আহমদ (৪)। বর্তমানে তারা হাসপাতালটির ৬ তলার ৩৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

৫৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।