• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কোটি টাকার উন্নয়ন প্রকল্প এখন হুমকির সম্মুখীন

risingsylhet.com
প্রকাশিত এপ্রিল ২, ২০২৩

কোটি টাকার উন্নয়ন প্রকল্প এখন হুমকির সম্মুখীন।

উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর সাব-প্রজেক্ট লিমিটেড নামে এলজিইডি কর্তৃক বরাদ্ধকৃত উপ-প্রকল্পটির এমন অবস্থা। কমিটির কার্যক্রমে স্থবিরতা, প্রকৃত উপকারভোগীদের সদস্য না করাসহ নানা অভিযোগ রয়েছে প্রকল্পের সভাপতি রাকিব আলী ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামের বিরুদ্ধে।

এ বিষয়ে নিবার্হী প্রকৌশলী (এলজিইডি) সুনামগঞ্জ বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কৃষক আছদর আলী গংরা।

অভিযোগে উল্লেখ রয়েছে, প্রতিবছরের ন্যায় এবারও জমি চাষাবাদ করতে প্রস্তুতি নিয়ে মাঠ পর্যায়ে গিয়ে তারা দেখতে পান মেইন পাইপ লাইনটি বিচ্ছিন্ন ও ব্লক অবস্থায় পড়ে আছে। এর কারণ জানতে চাইলে মঙ্গলপুর সাব-প্রজেক্ট (পাবসস) লিমিটেড কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেয়নি। এমনকি নতুন সদস্য হতে চাইলে কর্তৃপক্ষ দ্বিমত পোষণ করেন। শুধু তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যেই কৃষকদের প্রায় ২শ’ একর জমি এবার পতিত থাকবে বলে আমরা তাদের বিরুদ্ধে এ অভিযোগ করি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকল্প সভাপতি রাকিব আলী ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম অনিয়মের বিষয় অস্বীকার করে জানান, লাইনটি বিচ্ছিন্ন ও ব্লকের বিষয় জেলা অফিসকে অবগত করলে তারা ঠিক করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

এলজিইডি সুনামগঞ্জ জেলা নিবার্হী প্রকৌশলী মাহবু্ব আলম অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন আছে।

১৭ বার পড়া হয়েছে।