রাইজিংসিলেট- শনিবার (২৫ মার্চ) ভোরে তিনি ওই ছবিটি পোস্ট করেন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং। পরে তিনি যদিও ফেসবুক ওয়াল থেকে পোস্ট সরিয়ে ফেলেন। ছবিটি পোস্ট করে শুভ্রদেব লেখেন, দেবেন যা পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং বলেন, ‘বোয়ালমারীর কাটাগড় মেলা থেকে ভাতিজার জন্য খেলনা পিস্তলটি কিনেছি। শখ করে সেটি কোমরে নিয়ে ছবি তুলে পোস্ট করেছি। আসলে এটা আমার ঠিক হয়নি। ভুল হয়েছে। পরে ছবিটি ডিলিট করে দিয়েছি।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রকৃত ঘটনার আমরা বের করা চেষ্টা করছি। কারো ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন বহন করবে না। কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে অন্যায় করে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বোয়ালমালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ফেসবুকের বিষয়টি নজরে আসলে আমরা শুভ্রদেব সিংকে জিঙ্গাসাবাদ করতে হেফাজতে নিয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি।