রাইজিংসিলেট- সিলেটের কোম্পানীগঞ্জের কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল ১০টা ১৪ মিনিটে প্রধানমন্ত্রীর বাসভবন গণবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক এ বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি, ২নং ইসলামপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ তারা মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম, কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন, শিক্ষানুরাগী সদস্য নান্টু রঞ্জন দে, শিক্ষক নাজুমুল ইসলাম প্রমুখ।