কোম্পানীগঞ্জের হাওর এলাকা দিয়ে মাদক পাচারের সময় ২৬৫ বোতল ফেনসিডিলসহ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুজারকান্দি রুস্তমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
শনিবার (৩০ মার্চ) ভোর ৫টায় কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর এলাকার হিংড়া হাওর থেকে হারুন মিয়া ওরফে তারুন মিয়া (৫৫)কে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ হয়েছে। তদন্ত করে অন্য আসামীদেরও আইনের আওতায় আনা হবে এবং কোম্পানীগঞ্জে কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কোম্পানিগঞ্জ এসআই অজয় চন্দ্র জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গেলে হিংড়া হাওর এলাকায় গোপনে অবস্থাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যেতে চায়।
এসময় তাদের সাথে থাকা বাঁশের ৩টি ভার থেকে ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কোম্পানীগঞ্জের গৌরিনগর গ্রামের মৃত আব্দুল জহির ছেলে কুতুব উদ্দিন (৫১) নাম বলে।