কোম্পানীগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রাণ বিতরণ

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ে এলাকার বন্যাদূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার পুর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সমিতির নেতৃবৃন্দ। এছাড়া সমিতির নেতৃবৃন্দ বিদ্যালয়ের বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য কিছু নগদ অর্থও প্রদান করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবু সাঈদ ভূইয়া, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মাহমুদ সালমী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বাসমাশিস সিলেট অঞ্চলের সভাপতি কবির খান, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক শওকত হোসেন, কেন্দ্রীয় সদস্য আবু নছর মো. সুফিয়ান, আল ইমরান, বাসমাশিস চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারী আফছার উদ্দিন রাজু, ঢাকা অঞ্চলের সেক্রেটারী রমজান আলী, কেন্দ্রীয় সহ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক আবুল খায়ের, সহ সম্পাদক জয়নাল আবেদীন, বাসমাশিস সুনামগঞ্জ জেলার সভাপতি হাফিজ মশহুদ চৌধুরী। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিও ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি আবু সাঈদ ভূইয়া বলেন, আমাদের সবাইকে পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমাদের একটু সহযোগিতা হয়তো তাদের মনে একটু হলেও প্রশান্তি এনে দিতে পারে। এখনও অনেকে পানি বন্দি রয়েছেন। তাদের সবাইকে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাসমাশিস নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহযোগিতায় অত্যন্ত সুশৃংখলভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় বাসমাশিস সিলেট অঞ্চল ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি