
কোম্পানীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেস-২ এ ৭ ডেভিলকে আটক করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনের অভিযানে তাদেরকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জামাল মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শুক্কুর আলী, ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি রাসেল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফজর আলী, ইউনিয়ন শ্রমিকলীকের সাধারণ সম্পাদক আব্বাস আলী।
জানা যায়, দেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট ফেস-২ এর মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৭ ডেভিলকে আটক করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান সরকারের ঘোষণা অনুযায়ী অপারেশন ডেভিল হান্ট ফেস-২ পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধীদের ধরতে আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।