কোম্পানীগঞ্জ উপজেলায় ৮২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। মদগুলো অভিনব পদ্ধতিতে ট্রাকে মাটির নিচে করে সিলেটে আনা হচ্ছিলো।
সিলেট জেলা পুলিশ জানায়, উপজেলার ভোলাগঞ্জ-সিলেট সড়কের ইসলামপুর এলাকায় সকালে ট্রাক তল্লাশী করে ১৫টি সাদা প্লাষ্টিকের বস্তা পাওয়া যায়। এসময় বস্তাগুলোর ভিতরে থাকা ৮২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ হয় ট্রাক। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
গত ২০ জুলাই কোম্পানীগঞ্জ থানাপুলিশের অভিযানে এই মাদক জব্দ হয়।
১০৩ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।