রাইজিংসিলেট- রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় কুরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০০ জন আহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত আহতদের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কুরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ১০০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি দেয়া হয়েছে।
প্রতি বছর ঈদুল আজহার দিন কুরবানির পশু জবাই করার সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রে আহত হওয়ার ঘটনা ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে অধিকাংশ আহত ব্যক্তির অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি আশপাশের জেলা থেকেও বেশ কয়েকজন কুরবানি বা গরু কাটার সময় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতদের অধিকাংশই মৌসুমি কসাই। এদের মধ্যে নিজেদের গরু কুরবানি দিতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে।