ঢাকাশনিবার , ৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কোরবানি দিতে গিয়ে আহতের সংখ্যা ১শ ছাড়িয়েছে, সবই মৌসুমি কসাই

rising sylhet
rising sylhet
জুন ৭, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় কুরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০০ জন আহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত আহতদের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কুরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ১০০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি দেয়া হয়েছে।

প্রতি বছর ঈদুল আজহার দিন কুরবানির পশু জবাই করার সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রে আহত হওয়ার ঘটনা ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে অধিকাংশ আহত ব্যক্তির অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি আশপাশের জেলা থেকেও বেশ কয়েকজন কুরবানি বা গরু কাটার সময় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতদের অধিকাংশই মৌসুমি কসাই। এদের মধ্যে নিজেদের গরু কুরবানি দিতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।