ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কোরবানি পশু চুরির অভিযোগ

rising sylhet
rising sylhet
মে ২৮, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ads

কোরবানি পশু চুরির অভিযোগ উঠেছে পাকিস্তানের করাচির মোমিনাবাদ থানা পুলিশ বিরুদ্ধে। অভিযোগে দায়ের করা আবেদন তদন্তের জন্য ডিআইজি পশ্চিমকে নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ।

এ ঘটনায় আদালত এসএসপি পর্যায়ে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছে। এমনকি আদালত পুলিশের এমন আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বুধবার (২৮ মে) বলা হয়েছে, আবেদনকারী বিসমাহ দাবি করেন, কোনো ওয়ারেন্ট ছাড়াই তার বাড়িতে পুলিশ প্রবেশ করে। এসময় তার পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে দশটি ছাগল, সোনা, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছেন।

এ ছাড়া ঈদুল আজহার আগে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে আদালত।  এমনকি ৬ জুনের মধ্যে আদালতে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আদালত ডিআইজি পশ্চিমকে তদন্ত করে ছাগলগুলো কোথায় আছে, পুলিশ আইনত বাড়িতে প্রবেশ করেছে কিনা এবং আবেদনকারীর পরিবারের কী ক্ষতি হয়েছে তা ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।