raising sylhet
ঢাকাশুক্রবার , ৩০ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ছাতকের ঐতিহ্যবাহি কাকুরা গ্রামের আব্দুল আলীম

rising sylhet
rising sylhet
আগস্ট ৩০, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি:যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে চান্স পেয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলার কাকুরা গ্রামের আব্দুল আলিম। সে উপজেলার নুতন বাজার দাখিল মাদরাসার সহসুপার মাওলানা আব্দুল মতিন আজাদের পুত্র।
জানা যায়, বিশ্বসেরা বিদ্যাপীঠগুলোর একটি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। অবস্থান যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে। ৮০০ বছরেরও বেশি পুরনো এ বিশ্ববিদ্যালয়টি বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। প্রতিষ্ঠাকাল (১২০৯ সালে) থেকেই বিশ্ববিদ্যালয়টি এর সুনাম ধরে রেখেছে। বহুবার বিশ্বসেরা বিদ্যাপীঠের খেতাবও পেয়েছে।

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় র্যাং কিং তালিকায় কেমব্রিজ দুই নম্বরে। এখানে প্রতিবছর বিভিন্ন দেশের ২০-২২ হাজার শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ হয়। আইজ্যাক নিউটন, স্টিফেন হকিং, চার্লস ডারউইন, চার্লস ব্যাবেজ, জগদীশ চন্দ্র বসু, অমর্ত্য সেনসহ অনেক গুণী মানুষের শিক্ষাজীবন কেটেছে কেমব্রিজে।

Advertisements

আব্দুল আলিম নুতন বাজার দাখিল মাদরাসা থেকে দাখিল পাস করে। এর পর ভর্তি হয় সুনামগঞ্জের ঐতিহ্যবাহি দ্বীনি বিদ্যাপীঠ বুরাইয়া কামিল মাদরাসায়। এই মাদরাসা থেকে আলিম পাশ করে চলে যায় যুক্তরাজ্যের University of Roehamton এ । এই ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েশন শেষ করে এখন সে ক্যামব্রিজের দিকে। machine learning & artificial intelligence এর CPD প্রোগ্রামে এক বছর মেয়াদী কোর্স। সেপ্টেম্বরের ২য় সপ্তাহ থেকে শুলু হবে ক্লাস।

এ বিষয়ে বাংলাদেশ সেন্ট্রাল অনলাইন প্রেসক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কাকুরা গ্রামের সন্তান সাংবাদিক শামীম আহমদ তালুকদার বলেন, আজকের মেধাবীরা আগামীর পথ প্রদর্শক। এই মেধাবীরাই আগামী প্রজন্মকে নিজের জ্ঞানের আলোয় আলোকিত করবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা। তিনি আরো বলেন, আব্দুল আলিম আমাদের কাকুরা গ্রামের সন্তান, তাই আমরা নিজেদেরকে গর্বিত এবং ধন্য মনে করছি। তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি।

৮২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।