খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল।
আজ শনিবার ৭ জানুয়ারি ২০২৩ বেলা ১১ ঘটিকার সময় খাগড়াছড়ি জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠনের জেলা বিএনপির কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু করে খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা ব্রিজ এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দুদকের করা মামলায় আদালত কর্তৃক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানকে গ্রেফতারি পরোয়ানা জারি ও তাদের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে খাগড়াছড়ি জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই, একনায়কতন্ত্র চলছে।
দলীয় করণের মাধ্যমে বৈষম্য সৃষ্টিক্ষমতায় করা হয়েছে। বর্তমান সরকার গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত আজ নেই। আজ্ঞাবহ আদালতের ফরমাইশি রায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানকে গ্রেফতারি পরোয়ানা জারি ও তাদের সম্পত্তি ক্রোকের আদেশ প্রদান করা হয়েছে, অবিলম্বে ফরমাইশি এ রায় বাতিল করার জন্য সমাবেশ থেকে দাবী করেন তারা।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার বলেন, ‘সরকার জিয়া পরিবারকে ভয় পায় বলে একের পর এক ষড়যন্ত্র করছে। সরকারের নির্দেশনায় তাদের আজ্ঞাবহ আদালত তারুণ্যের অহংকার তারেক রহমান ও তাঁর সহধর্মীনীর বিরুদ্ধে মিথ্যা মামলায় তাদের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে তারা জিয়া পরিবারের ইমেজ ক্ষুন্ন করার হীনপ্রচেষ্টা চালিয়েছে। কিন্তু যে জিয়া জনতার অন্তরে, যে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, যে তারেক রহমান দেশের ভাগ্য পরিবর্তনে নিরলস পরিশ্রম করছেন তাদের ইমেজ এই অবৈধ সরকার ক্ষুন্ন করতে পারবে না। এই সরকারের আর বেশি সময় নেই, পরিবর্তন আসবেই। তখন এসব ষড়যন্ত্রমূলক মামলায় যারা ইন্ধন জুগিয়েছে, যারা সরকারের পদলেহন করে রায় দিয়েছে জনতার আদালতে তাদেরই বিচার হবে।’
খাগড়াছড়ি জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ বলেন, ‘এসব হামলা-মামালা বিএনপি নেতা-কর্মীরা পরোয়া করে না। দেশের জনগণও জানে মামলা দিয়ে জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার দীর্ঘ ষড়যন্ত্র করছে অবৈধ সরকার। তাই যে জনতা জিয়া পরিবারকে ভালোবাসে সেখানে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।’
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দূর রব রাজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম ভূইয়া, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, উপজাতীয় বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দল ও জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা জিয়া পরিষদের সভাপতি মোজ্জাম্মেল হক, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ রিয়াসাদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।