• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

খাগড়াছড়িতে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৩

খাগড়াছড়িতে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলায় মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় সদর উপজেলার মডেল মসজিদ’র ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আজ শুক্রবার ২০জানুয়ারি ২০২৩ সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরস্থ সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে এ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি বলেন, ধর্ম মানুষকে নৈতিকতা ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। ধর্ম মানে শান্তি, ধর্ম মানে জগতের সকল কল্যাণের দাবিদার। সকল ধর্মই সুখ, শান্তি ও সমৃদ্ধির সৃষ্টিতে মূখ্য ভূমিকা পালন করে থাকে।

সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলায় ২৭ কাঠার জমির উপর ৩৩ হাজার বর্গফুটের মডেল মসজিদ নির্মাণ করা হবে। এটি বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ।

এ সময় জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলার বিশিষ্ট ঠিকাদার মোঃ সেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বার পড়া হয়েছে।