পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা দর্শনার্থীদের ভিড় জমেছে । ঈদের দিন সোমবার বিকেল থেকে আসা শুরু করেন পর্যটকরা। কেননা এবারের ঈদে সরকারি লম্বা ছুটিতে তারা ভ্রমণের জন্য পর্যাপ্ত সময় পেয়েছেন দর্শনার্থীরা। তবে আগামীর দিনগুলাতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের ব্যবসায়ী টিটু চাকমা জানান, দীর্ঘ এক মাস পর্যটক না আসায় অলস সময় পাড় করেছেন তারা। তবে ঈদের দিন থেকে পর্যটকরা আসতে শুরু করায় তাদের ব্যস্ততা বেড়েছে, বেড়েছে বেচাবিক্রি। তবে যতদিন দর্শানার্থীদের সংখ্যা বাড়বে ততদিন বেচাবিক্রি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা।
খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা জানান, ঈদের দিন পার্কে প্রায় দুই হাজার পর্যটকের সমাগম ঘটেছে। মনের আনন্দে তারা পুরো পার্ক ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে খাগড়াছড়ির আলুটিলা, রহস্যময় গুহা ও জেলা পরিষদ হর্টিকালচার পার্কসহ অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। জেলার অনেকগুলো পর্যটনকেন্দ্র থাকলেও সবকিছু ছাপিয়ে পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে বদলে যাওয়া আলুটিলা পর্যটনকেন্দ্র। এর বাইরেও জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, ঝুঁলন্ত ব্রিজ, নয়নাভিরাম লেক পর্যটকদের আকৃষ্ট করছে। এছাড়াও মায়াবিনী লেক, হাতির মাথা পাহাড়, দেবতা পুকুর, তদু ছড়া ঝর্ণা, পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র ও পানছড়ির অরণ্য কুঠিরেও দর্শনার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ঢাকা থেকে ঘুরতে আসা জেসমিন আক্তার ও মা. ফিরাজ ও ফেনী থেকে মা. সোলায়মান জানান, তারা পাহাড়ের অপরুপ সুন্দর্য উপভাগ করতে পরিবার-পরিজন নিয়ে এবারের ঈদে বেড়াতে এসেছেন। তারা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে মুগ্ধ হয়েছেন এবং পাহাড়ের মত সুন্দর পরিবেশ আর নির্মল বাতাস আর কোথাও নেই বলে মনে করেন।
খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের দায়িত্বরত কর্মকর্তা নিশাত রায় জানান, দর্শানার্থীদের নিরাপত্তায় সর্বক্ষণিক দায়িত্ব পালন করছেন টুরিস্ট পুলিশের সদস্যা। দর্শনার্থীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো ঘুরে দেখতে পারেন; সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
অন্যদিকে দর্শানার্থীদের আগমে সন্তুষ্টি প্রকাশ করেছেন আলুটিলা পর্যটনকেন্দ্রের কাকানাথ ত্রিপুরা। তিনি জানান, ঈদের দিন আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রায় আড়াই হাজার পর্যটক এসেছে।