খুলনা র্যাব-৬ এর(স্পেশাল কোম্পানি) এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা মহানগরীর দৌলতপুর থানা এলাকায় ০১ জন প্রতারক সেনাবাহিনীতে চাকুরি দেয়ার নামে বিভিন্ন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ভূয়া নিয়োগপত্র ভুক্তভোগীদের প্রদান করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি
আজ দুপুরে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা কেএমপি দৌলতপুর থানা এলাকার প্রতারক মোঃ আবু দাউদ মোল্যাকে গ্রেফতার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রতারনার মামলা রুজু করে কেএমপি খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।