রাইজিংসিলেট- সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে। আজকের শিশুদের হাতেই রয়েছে উন্নত বাংলাদেশের চাবিকাঠি। তাই শিশুদের মেধা ও মননের বিকাশে সর্বোচ্চ গুরুত্বারোপের পাশাপাশি তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিও আকৃষ্ট করতে হবে। তাহলেই শিশুর মনে দেশপ্রেম, কর্তব্যপরায়ণতা, মানসিকতার উন্মেষ ও মেধার বিকাশ ঘটবে।
তিনি মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট নগরীর বাগবাড়িস্থ শিশু পরিবার মাঠে আয়োজিত সমাজসেবা অধিদপ্তরাধীন সিলেট বিভাগীয় আন্ত:প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের কার্যনির্বাহী সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
সরকারি প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের সহকারি ব্যবস্থাপক মো. লুৎফুর রহমান ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের প্রভাষক মির্জা নিজুয়ারা এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহীদুল ইসলাম।
এর আগে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী এনডিসি জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ী সিলেটের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আইনুল ইসলাম। পবিত্র গীতা পাঠ করেন শিশু পরিবার (বালিকা) রায়নগরের একাদশ শ্রেণীর শিক্ষার্থী কনিকা রানী দাশ।
বিকেল ৩টায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জাকির হোসেন খান পিপিএম।
সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এডভোকেট, বিভাগীয় মৎস দপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেন, বিশিষ্ট নারী নেত্রী সালমা বাছিত, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক, সুনামগঞ্জের উপ-পরিচালক সুচিত্রা রায়, মৌলভীবাজারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, হবিগঞ্জের উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী সহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জাকির হোসেন খান পিপিএম সহ অতিথিবৃন্দ।