• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গজারিয়া শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৫, ২০২৩
গজারিয়া শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে গজারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী এর শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গজারিয়া উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ, উপজেলা আওয়ামী লীগ,উপজেলা যুবলীগ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ,জাতীয় শ্রমিকলীগ,ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।

পরে উপজেলার সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আমিরুল ইসলাম।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জিএম রাশেদুল ইসলাম,গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী,গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সা:সম্পাদক মুনসুর আহমেদ খাঁন জিন্নাহ,জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো:শাহজাহান খাঁন, উপজেলা শিক্ষা অফিসার মো:জাকিরসহ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।

১৭ বার পড়া হয়েছে।