গত তিন দিনে প্রায় ৮০ হাজার মানুষ রাফাহ থেকে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (৯ মে) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)।
ফিলিস্তিনের গাজা নগরীর দক্ষিণে ইসরায়েল সামরিক অভিযান জোরদার করার পর থেকে গত তিন দিনে প্রায় ৮০ হাজার মানুষ রাফাহ থেকে পালিয়ে গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান পরিচালনার জন্য সেখানকার (দক্ষিণ রাফা) বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যাওয়ার’ নির্দেশ দেয়। এরপর সোমবার থেকে গাজাবাসীরা পূর্ব রাফা ছাড়তে শুরু করে।
পরিবারগুলোর অসহনীয় ক্ষতি সম্পর্কে সতর্ক করে ইউএনআরডব্লিউএ এক্স-এ জানায়, ৬ মে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান জোরদার হওয়ার পর থেকে, অন্যত্র আশ্রয়ের খোঁজে রাফাহ থেকে পালিয়েছে প্রায় ৮০ হাজার মানুষ।
৯১ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।