ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গত ৫ আগস্ট থেকে নিখোঁজ মো.শাহজাহান

rising sylhet
rising sylhet
আগস্ট ১৭, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ সুরমার মো.শাহজাহান আহমদ (২৬) নামের এক যুবক গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর বিকালে বিজয় মিছিলে গিয়েছিলেন গিয়েছিলেন।

পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক। কিন্তু সেদিন তিনি নিখোঁজ হয়ে যান। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার।

জানা যায়, ৫ আগস্ট বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা ঘেরাও করে ছাত্র-জনতা। সে সময় চারজনকে আটক করে থানা কম্পাউন্ডে নেয় পুলিশ। এরপর থেকে শাহজাহান নিখোঁজ। তিনি মৌলভীবাজারের ছনকাপন গ্রামের হারুছ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় থাকেন।

শাহজাহানের পরিবারিক সূত্র জানায়, চার বোন ও ৭ ভাইয়ের মধ্যে শাহজাহান সপ্তম। তার ছয় বছরের এক ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন ঘরে। তিনি দক্ষিণ সুরমার চন্ডিপুল স্ট্যান্ডে অটোরিকশা চালাতেন। হাসিনার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে বিজয় মিছিলে যান শাহজাহান। দক্ষিণ সুরমা থানা ঘেরাওকালে পুলিশ তাকে আটক করে বলে জানতে পারি। একটি ভিডিও চিত্রে তাকে দেখা গেছে। এরপর থেকে তার কোনো হদিস মিলছে না। ছাত্র-জনতার তোপের মুখে ওইদিন পুলিশ থানা কম্পাউন্ড ছেড়ে চলে যায়। তখন খালি থানা কম্পাউন্ডে তাকে খুঁজতে গিয়েও পাওয়া যায়নি। গত কয়েকদিন থেকে পুলিশি কার্যক্রম চালু হলে চন্ডিপুল অটোরিকশা স্ট্যান্ডের নেতৃবৃন্দ তার খোঁজে থানায় যান। কিন্তু কোনো তথ্য পাননি।

পরিবারের লোকজন খোঁজ করেছেন থানায়। ফেসবুকেও ছবি পোস্ট করে তার সন্ধান করছেন। কিন্তু শনিবার (১৭ আগস্ট) পর্যন্তও তার খোঁজ মিলেনি।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, শাহজাহানের খোঁজে চন্ডিপুল অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি মাহমুদ হোসেনসহ নেতৃবৃন্দ থানায় এসেছিলেন। থানাহাজতসহ সব জায়গা ঘুরিয়ে দেখিয়েছি তাদের। তাছাড়া ৫ আগস্ট রাতে সব পুলিশ থানা ছেড়ে চলে যায়। ওইদিন আটকের কোনো ঘটনা ঘটেনি।

১০৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।