ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গরুকে ঘাস খাওয়ানো নিয়ে প্রতিপক্ষের হামলায় হত্যা অভিযোগ

rising sylhet
rising sylhet
মার্চ ২৮, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

গরুকে ঘাস খাওয়ানো নিয়ে প্রতিপক্ষের হামলায় শুকুর আলী (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা অভিযোগ উঠেছে। নিহত শুকুর আলী সুনামগঞ্জ সদর উপজেলার মুসলিমপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরের সদর উপজেলার মুসলিমপুর স’মিল এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জে মুসলিমপুর গ্রামের কৃষক নাবু মিয়া তার গুরুকে শফিকুল ইসলামের স’মিলের পাশের জমিতে ঘাস খাওয়াতে চাইলে বাঁধা দেন স’মিলের ম্যানেজার শুকুর আলী।এই সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে নাবু মিয়া তার আত্মীয় স্বজনদের নিয়ে এসে স’মিলের ম্যানেজার শুকুর আলীর উপর হামলা করেন। গুরুতর আহত অবস্থায় শুকুর আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

১০৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।