• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গলাচিপা থানা পুলিশের উদ্যোগে পুলিশ সপ্তাহ পালন

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৩
গলাচিপা থানা পুলিশের উদ্যোগে পুলিশ সপ্তাহ পালন

গলাচিপা থানা পুলিশের উদ্যোগে পুলিশ সপ্তাহ পালন,বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে এই প্রতিপাদ্যের আলোকে এবং পুলিশ সপ্তাহ/২৩ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যান সভা অনুষ্ঠিত হয়।

 

পটুয়াখালী জেলার, গলাচিপা থানা কমপ্লেক্সে, অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, ব্যানার সহ উপজেলার সকল পুলিশ, চৌকিদারের নিয়ে পুলিশ সপ্তাহ/২৩ পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সকল পুলিশ, অফিসার, এসআই, এএসআই, কনস্টেবল সহ গ্রাম প্রতিরক্ষা দফাদারদের নিয়ে, দিবসের তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা সহকারী পুলিশ সুপার মোঃ মোরশেদ তোহা। সভাপতিত্ব করেন, অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন। বাংলাদেশ পুলিশ বাহিনী জনস্বার্থে এবং জনগণের জান-মাল সুরক্ষায় সন্ত্রাস, জঙ্গি, মাদক ও দেশের আইন শৃংখলায় অ-প্রতিরোধ্য দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে নির্দেশনা প্রদান করেন।

বার পড়া হয়েছে।