গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে দেওয়ান বাজার ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাসমুহের শিক্ষার্থীদের এসব উপহার প্রদান করা হয়।
উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২শ’ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন।
রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গহরপুর আল ফালাহ একাডেমি ও দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও প্রাক্তন ডীন স্কুল অব ফিজিক্যাল সাইন্স অধ্যাপক ড. আহমদ কবির।
গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফাইজুস সালেহীন রিফাত ও প্রকাশনা সম্পাদক সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক এ.এস মহবুব আহমদ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, গহরপুর আল ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মুহাম্মদ মিজানুর রহমান, ঢাকা বারডেম হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ডা. জাফরান আহমদ, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লায়েক মিয়া, রুগনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, গহরপুর আল ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূর উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী শেখ মো. নূরে আজম, দক্ষিণ আফ্রিকা প্রবাসী তাজুল ইসলাম, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।