• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজওয়ান গ্রেফতার

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৭, ২০২৩
গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজওয়ান গ্রেফতার

রাইজিংসিলেট- গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজওয়ানুল হক ইমনকে (৩০) নাশকতার মামলায় গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। রেজওয়ানুল হক ইমন গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের জুলফিকার আলীর ছেলে। রবিবার দিবাগত মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, রেজওয়ানুল হক ইমনের নামে নাশকতার অভিযোগে গাংনী থানায় একটি মামলা রয়েছে।

মামলা নম্বর ৪(৮)২৩। গ্রেফতারকৃত ইমনকে আজ সোমবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

১৫ বার পড়া হয়েছে।