‘ঈদ কে সামনে রেখে অঙ্গীকার বীমা হোক সবার’ শ্লোগানকে সামনে রেখে কানাইঘাট উপজেলায় ন্যাশনাল লাইফ ইনস্যুরন্স কোম্পানি লিমিটেডের জীবন বীমা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজার শাখার (ব্রাঞ্চে)’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। গাছবাড়ী বাজার শাখার ( ব্রাঞ্চে)’র জেনারেল ম্যানেজার তাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম জিলহাদ ম্যানেজার -আল আরাফা ইসলামি ব্যাংক গাছবাড়ী বাজার শাখা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: বুরহান উদ্দীন আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা, আসক ফাউন্ডেশন, এর কানাইঘাট উপজেলা শাখার সভাপতি।অতিথিরা তাঁদের বক্তব্যে উপস্থিত বীমা গ্রাহকদের বীমার গুরুত্ব ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাফল্যের কথা তুলে ধরেন। এবং মেয়াদোত্তীর্ন বীমা গ্রাহকদের মাঝে ৩লক্ষ ৫০ হাজার টাকার চ্যাক প্রদানের পাশাপাশি প্রত্যেক মানুষ সচেতন হয়ে বীমার গুরুত্ব বুঝে নিজ উদ্যোগে বীমার আওতায় আসার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন,বিলাল আহমদ সরকারি কর্মকর্তা ও ন্যাশনাল লাইফ ইন্সু: (ব্র্যাঞ্চ ম্যানেজার) সালিম আসলাম ( সিনিয়র অফিসার -আল আরাফা ইসলামি ব্যাংক গাছবাড়ী শাখা) ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর মাঠ কর্মি সহ উপস্থিত ছিলেন।