গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বগুড়া কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, ওই নারীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নারহট্ট ইউনিয়ন (ইউপি) পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলালের আমবাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩৪ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।