আইনুল হক, সি.কৃ.বি. প্রতিনিধি :ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরাইল কর্তৃক আগ্রাসন ও বর্বর গণহত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রাঙ্গণ থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি ক্যাম্পাসের মুল সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সামনে এসে শেষ হয়।
এসময় ‘নারায়ে তাকবীর’,’আল্লাহু আকবার’ ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’,’প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি গাজা’ প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীদের মধ্যে মাহমুদুল হক নাইম দোয়া চেয়ে বলেন “ইয়া আল্লাহ, আমার ফিলিস্তিনের ভাইয়েরা এবং বোনেরা এত নির্মম নির্যাতনের শিকার। মুসলিম বিশ্বের নেতারা চুপ হয়ে আছে। আমরা ঈমানের সর্বনিম্ন স্তর থেকে দোয়া করছি তুমি ইসরায়েলি সন্ত্রাসীদের পৃথিবীর বুকে এমন গজব দাও যেন বিশ্বের প্রত্যেকটা জালিম সাবধান হয়ে যায়। রাব্বুল আলামীন তোমার তরফ থেকে ফিলিস্তিনের ভাইদের উপর গায়েবি সাহায্য নেমে আসার প্রার্থনা করছি। সারা বিশ্বের যেখানে আমার মুসলমান ভাইয়েরা নির্যাতিত হচ্ছে তুমি তোমার গায়েবি সাহায্য দিয়ে আমাদের ভাইদেরকে তুমি হেফাজত কর।
এদিকে ফিলিস্তিন জনগনের প্রতি সংহতির অংশ হিসেবে ডাকা বৈশ্বিক ধর্মঘটকে সমর্থন জানিয়ে সোমবার বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের শ্রেণীর কার্যক্রম। এছাড়াও একইদিন বাদ জোহর সিকৃবির কেন্দ্রীয় মসজিদে ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া করা হয়।