ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গাজার রাফাহ শহরে জাতিসংঘের একটি গাড়িতে হামলায় কর্মী নিহত

rising sylhet
rising sylhet
মে ১৪, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সোমবার দক্ষিণ গাজার রাফাহ শহরে জাতিসংঘের একটি গাড়িতে হামলায় তাদের একজন কর্মী নিহত এবং অপর এক কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, গাড়িটি রাফাহ শহরের একটি হাসপাতালে যাওয়ার সময় গাড়িটির উপর আক্রমণ হয়।

ওদিকে, জাতিসংঘ প্রধান অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের মুক্তির জন্য তার আবেদন পুনর্ব্যক্ত করেছেন, কেননা গাজায় চলমান যুদ্ধ বেসামরিক জনগণ এবং মানবিক কর্মী, উভয় পক্ষের জন্যই ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে

এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে এ খবর দিয়ে জানানো হয়ঃ ওই মুখপাত্র জানিয়েছেন, নিহত ব্যক্তি একজন আন্তর্জাতিক কর্মী, ফিলিস্তিনি নন। ওই ব্যক্তির জাতীয়তা প্রকাশ করা হয়নি।

মুখপাত্র এটাও জানিয়েছেন যে, গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কোনো জাতিসংঘ কর্মীর এধরনের মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছেন।

১০৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।