ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাড়ির চাকার বিস্ফোরণে হেলপারের মৃত্যু,আহত চালক

rising sylhet
rising sylhet
মার্চ ১৮, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

গাড়ির চাকার বিস্ফোরণে কাওসার (২০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। নিহত কাওসার জৈন্তাপুর থানার ধলাইপাড়া গ্রামের মাহমুদ হোসেনের ছেলে। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) দুপুরে ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালি বোঝাই ফেঞ্চুগঞ্জগামী ট্রাকটির চাকা পাংচার হয়ে যাওয়ায় চালক ও সহকারী চাকা সারানোর চেষ্টা করেন। তখন দুইটা চাকার একটি আচমকা ফেটে উড়ে যায়। চাকার আঘাতে চালক ও সহকারী ছিটকে গিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেল্পারের মৃত্যু হয়।

ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম জানান, এ ঘটনায় চালকের সহকারী কাওসার (২০) হাসপাতালে নেওয়া পথে মারা যান এবং চালক দুলাল মিয়া (২৫) আহত হন। আহত চালক জৈন্তাপুর থানার ধলাইপাড়া কালা মিয়ার ছেলে।

১০৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।