জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতনের শিকারদের প্রতি সমর্থনের আন্তর্জাতিক দিবস’ (২৬ জুন) উপলক্ষে ২৫ জুন জাতীয় প্রেসক্লাবে একটি জাতীয় পরামর্শ সভার আয়োজন করে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র (HRDC), মায়ের ডাক ফাউন্ডেশন এবং ছওয়াব (SWAB)।
সভায় বিএনপি, এবি পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, “গুম ও রাষ্ট্রীয় নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে বিএনপি থাকবে। অতীতে যতটুকু পারিনি, ভবিষ্যতে তা পূরণ করবো।”
এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “মানবাধিকারের জন্য সংগ্রামে আমরা সবসময় মায়ের ডাকসহ গুম পরিবারগুলোর পাশে ছিলাম, থাকবো।”
সভায় গুম-নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে জাতিসংঘ নির্যাতনবিরোধী কনভেনশনের ১৪ নম্বর অনুচ্ছেদের সংরক্ষণ প্রত্যাহার এবং ঐচ্ছিক প্রোটোকল অনুমোদনের দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ছওয়াব-এর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন মায়ের ডাক-এর মোঃ মঞ্জুর হোসেন ঈসা।