• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গৃহবধুকে ধর্ষণ চেষ্টা মামলায় পৌর কাউন্সিলর কারাগারে

risingsylhet.com
প্রকাশিত মার্চ ৩০, ২০২৩

নাটোরের নলডাঙ্গায় গৃহবধুকে ধর্ষণের চেষ্টার মামলার আসামী পৌর কাউন্সিলর আবু বক্করকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃস্পতিবার নাটোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামী আবু বক্কর আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৯ মার্চ নলডাঙ্গা উপজেলার এক দিনমজুরের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে নলডাঙ্গা থানায় মামলা হয়।ঘটনার দিন রাতে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে তার স্ত্রী কে কুপ্রস্তাব দিয়ে জোর করে ধর্ষণের চেষ্ঠার অভিযোগ এনে নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওর্য়াডের কাউন্সিলর আবু বক্কর কে আসামী করে এ মামলা করা হয়।

নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়,নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওর্য়াডের কাউন্সিলর আবু বক্কর তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে নির্যাতিত গৃহবধুকে ডেকে কুপ্রস্তাব দিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে।এসময় ওই গৃহবধু কৌশলে পালিয়ে বাড়িতে গিয়ে স্বামীকে ঘটনা খুলে বলে।পরে গত ১৯ মার্চ রোববার রাত ৯ টার দিকে নির্যাতিতা গৃহবধুর স্বামী বাদী হয়ে কাউন্সিলর আবু বক্কর কে আসামী করে থানায় মামলা দায়ের করে।

বার পড়া হয়েছে।