ময়মনসিংহের তারাকান্দায় দুই সন্তানের জননী গৃহবধূর আত্নহত্যার ঘটনা ঘটেছে।গৃহবধূ উপজেলার কামারগাঁও ইউনিয়নের মঞ্জুরুল হকের স্ত্রী সালমা বেগম(২৭)। গৃহবধূ পার্শ্ববর্তী গ্রামের নজরুল ইসলামের কন্যা।
গৃহবধূর পিতা নজরুল ইসলাম জানান,নিহতের স্বামী মঞ্জুরুল হক কিছুদিন পূর্বে একটি অটোরিক্সা ক্রয় করেন।এই সময় মেয়ের জামাই মঞ্জুরুল হক তার কাছে কিছু টাকা চান কিন্তু হাতে টাকা না থাকায় জামাইকে টাকা দিতে পারেননি।এ নিয়ে গত কিছুদিন যাবৎ মেয়ের সাথে জামাইয়ের ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
গতকাল রাতে আনুমানিক ২ টার সময় মেয়ের বাড়ি থেকে ফোন করে কেউ একজন জানায় আপনার মেয়ে মারা গেছে।তাৎক্ষনিক মেয়ের বাড়িতে যান নজরুল ইসলাম।গিয়ে জানতে পারেন মেয়ে সালমা ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন,২১ মার্চ মঙ্গলবার ভোররাতে থানায় খবর আসে সালমা বেগম(২৭) নামের এক গৃহবধু ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করেছে।
ঐ দিন দুপুর ৩ টায় মঞ্জুরুলের বাড়ি থেকে সালমার লাশটি থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।বিকাল সাড়ে তিনটা নাগাদ লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তারা।থানায় আইনানুগ ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।