ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে মৎস্য ব্যবসায়ীদের স্বপ্ন পূরণ নতুন শেড ঘরের উদ্বোধন

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৩, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ads

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুনবাজারে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির জন্য নির্মিত নতুন মৎস্য শেড ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

(গত ৪ ডিসেম্বর) দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন এলাকায় স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া পাঁচটি শেড ঘরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

শিক্ষাবিদ মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক থানার ওসি শফিকুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুস সালাম আল মাদানী, কলেজ উপাধ্যক্ষ মুহি উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল, ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী এবং ক্ষুদ্র হকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, নতুন শেড ঘর চালু হওয়ায় গোবিন্দগঞ্জের মৎস্য ব্যবসায়ীরা উপকৃত হবেন। শেডগুলো মাছ সংরক্ষণ, বিপণন ও ব্যবসা পরিচালনায় আধুনিক সুযোগ তৈরি করবে। এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং মৎস্য খাত আরও সংগঠিত হবে।

উদ্বোধনের পর স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, বহুদিনের দাবি পূরণ হওয়ায় তারা আনন্দিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।