বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার আহবায়ক এডভোকেট শাহাজাহান সিদ্দিকীকে যুবদল গোয়াইঘাট উপজেলা শাখা যুবদলের আহবায়কের পদ থেকে অব্যাহতি প্রদান ও একই সাথে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ব্যক্তি আক্রোশে চলমান দায়ের কৃত মামলায় নির্দোষ ব্যক্তিকে আসামি করা সংক্রান্তে সরাসরি জড়িত থাকায় দলের ভাবমূর্তি বিনষ্টের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোয়াইঘাট উপজেলা শাখার আহবায়ক পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান ও একই সাথে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হলো। একই সাথে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না এই মর্মে আগামী ৭দিনের মধে সুস্পষ্ট জবাব দেওয়ার জন্য বলা হয়।