
রাইজিংসিলেট- সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে একটি মাজার এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পাশে দামারী মান উল্লাহ শাহ মাজারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম সিরাজুন বেগম (৪৫)। তিনি তোয়াকুল ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা এবং ওমানপ্রবাসী আসাব মিয়ার স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুন বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই বিভিন্ন মাজারে ঘোরাফেরা করতেন। সকালে পথচারীরা তার মরদেহ দেখে পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে গিয়ে সালুটিকর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।