
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ডালারপার নদীতে সাবেক ইউপি সদস্য ফারুক উরফে ফিরকা ফারুকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় নৌ শ্রমিকরা জানান, দীর্ঘ তিন মাস ধরে ফারুক ও তার লাঠিয়াল বাহিনী শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে প্রতিদিন বিপুল অঙ্কের টাকা আদায় করছে।
অভিযোগ অনুযায়ী, প্রতিটি নৌকা থেকে ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। প্রতিদিন অর্ধশতাধিক নৌকা থেকে এই টাকা সংগ্রহ করে মাসে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। নৌ শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হয় এবং নৌকার আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি উপজেলা প্রশাসনের অভিযানে কয়েকজন বালু ব্যবসায়ীকে আটক করা হলেও শ্রমিকদের দাবি, ফারুক মেম্বার পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা আদায় করে আসছেন। তবুও তার বিরুদ্ধে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সূত্রে জানা যায়, ফারুকের নেতৃত্বে একটি লাঠিয়াল বাহিনী গড়ে উঠেছে। ওই বাহিনীর সদস্যরা— ফজলু, ফরিদ ও কাদির মেম্বার— মনরতল বাজারঘাট এলাকায় দাঁড়িয়ে নৌকা থেকে ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। এভাবে মাসে প্রায় ১৫ লাখ টাকা সরাসরি তাদের দখলে চলে যাচ্ছে।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিলেও ফারুক মেম্বার আইনের বাইরে থেকে যাচ্ছেন—এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, ডজনখানেক প্রমাণ, ডকুমেন্টস ও ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও কেন তাকে আইনের আওতায় আনা হচ্ছে না?
এ বিষয়ে যোগাযোগের জন্য ফারুক মেম্বারের মুঠোফোনে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।