ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানা পুলিশের পৃথক অভিযানে চিনি জব্দ গ্রে ফ তা র ৪

rising sylhet
rising sylhet
আগস্ট ১, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানা পুলিশের পৃথক অভিযানে ১০ লখ টাকার ভারতীয় ঔষধ ও ৪৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় গ্রেফতার হয়েছেন ৪ জন।

জানা গেছে, ৩১ জুলাই গোয়াইনঘাট থানা পুলিশ গোয়াইনঘাট ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ লখ টাকার ভারতীয় বিভিন্ন ধরণের ঔষধ উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার হন রবিউল ইসলাম (রবিন (২৩) ও খলিল মিয়া (৪১)। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে ৩১ জুলাই রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর গ্রামে আভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় গ্রেফতার হন নাজিম আহমেদ (২৫)। একই রাতে অপর এক অভিযানে নিজপাট ইউনিয়নের চৈলাখেল গ্রামে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী কালে ১২ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। গ্রেফতার হন মনিরুজ্জামান সোহাগ (৩০)। গ্রেফতার দুজনকে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।