• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গোয়াইনঘাট ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি বসতঘর পুড়ে ছাই

risingsylhet.com
প্রকাশিত মার্চ ১৭, ২০২৩

গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পশ্চিম লাখের পাড়ের লক্ষীপুর এলাকার সাত্তার মিয়া ও তার ছোট ভাই আব্দুল কুদ্দুস মিয়ার বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে সাত্তার মিয়া ও তার ছোট ভাই আব্দুল কুদ্দুস মিয়ার বসতঘরে আগুন লাগার পর তা সর্বত্র ছড়িয়ে পড়ে। ফলে দু’টি ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় গোয়াইনঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রানা আহমেদ জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম নজরুলসহ এলাকার জনপ্রতিনিধিগণ।

১৮ বার পড়া হয়েছে।