আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গোয়ালন্দ উপজেলার মালাকাররা। নির্দিষ্ট সময়ে মন্ডপে মন্ডপে প্রতিমা সরবরাহ করতে পরিবারের সকলে মিলে দিনরাত কাজ করছেন তাঁরা। তবে বিগত বছরের চেয়ে এবার প্রতিমার দাম কম হওয়ায় লাভবান হতে পারবেন না তাঁরা।
জানা গেছে আগামী ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ,
৯ই অক্টোবর২০২৪ খ্রিষ্টাব্দ বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মালম্বীদের সবসের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা । সেই লক্ষে তিন মাস আগে থেকেই কাজ শুরু করেছেন তাঁরা। সময় যতই ঘনিয়ে আসছে গোয়ালন্দ উপজেলার মালাকার পাড়াগুলোতে চলছে সময়মতো প্রতিমা তৈরি ও সরবরাহের প্রতিযোগিতা। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাজার এলাকার মন্দিরে প্রতিমা গড়ার কারিগর শ্রী অমল পাল মালাকার বলেন, বাপ-দাদার পেশা আঁকড়ে ধরে আছি। মৃৎশিল্পীদের কেউ খোঁজ খবর নেয় না। প্রতিবছর দুর্গা উৎসব আসলে কয়টা টাকার মুখ দেখি। তিনি আরো বলেন,এবার কারখানায় ২৫ টি প্রতিমা বানিয়ে ছিলাম। দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রতিমা গুলো নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু বর্তমানে সব শঙ্কা কাটিয়ে ইতিমধ্যে প্রতিমা গুলোর বায়না পেয়েছি। পুজোর দিন যতই ঘনিয়ে আসছে ততই চাহিদা বাড়ছে।
গত বছর গোয়ালন্দ উপজেলায় ২৫টি পূজা মন্ডপে পূজা উদযাপন হয়েছিল। গোয়ালন্দ উপজেলায় পূজা উদযাপন সূত্রে জানা যায় এ বছরে ২৬টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রী কার্তিক চন্দ্র ঘোষ বলেন, উপজেলায় মোট ২৬টি মন্ডপে পূজা উদযাপন অনুষ্ঠিত হবে। আমাদের কাছে পুরোপুরি তালিকা এসেছে। তবে ধারণা করা যাচ্ছে গতবারের তুলনায় এবার পূজা মন্ডপের সংখ্যা ১টা বেড়েছে।