• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গোয়ালন্দে ৭০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারি পুলিশের হাতে আটক

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৩
গোয়ালন্দে ৭০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারি পুলিশের হাতে আটক

গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে রাজবাড়ী টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট করে ঢাকা গামী একটি সাদা রংয়ের টয়োটার প্রাইভেট কার, যার রেজিঃ নং ঢাকা মেট্রো- গ-১১-২২৯৫ এর ড্রাইভারবেশি মাদক ব্যবসায়ীকে ৭০(সত্তর)বোতল ফেন্সিডিল সহ আটক করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।

মঙ্গলবার ১০শে জানুয়ারি রাত ৯:৩৫ ঘটিকার
সময় তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারী হলো, চুয়াডাঙ্গা জেলা ,দামুড় হুদা থানার
দর্শনা গ্রামের খুরশিদা বেগম ও আরশাদ ভূঁইয়ার
ছেলে বাবু ভূঁইয়া (৩২) বর্তমানে ঢাকা জেলার সাভার থানার রেডিও কলোনি গ্রামে থাকেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারি নামক মুরগির ফার্মের সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট করে ড্রাইভার মাদক ব্যবসায়ী তাকে ৭০(সত্তর)বোতল মাদক ফেন্সিডিল যাহার মূল্য অনুমান ১ লক্ষ ৪০ হাজার টাকা এবং আসামির ব্যবহৃত একটি সাদা রংয়ের টয়োটার প্রাইভেট কার, যার রেজিঃ নং ঢাকা মেট্রো- গ-১১-২২৯৫
সহ আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বার পড়া হয়েছে।