
রাইজিংসিলেট- গোলাপগঞ্জে জ ন্ম মৃ ত্যু নিবন্ধন ত্বরান্বিত করতে বিশেষ সভা অনুষ্ঠিত। গোলাপগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়, যার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।
সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী ও গ্রাম পুলিশরা অংশ নেন। এতে জুন ২০২৫ মাসে নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহল্লাদার রাজু রুদ্র পালকে পুরস্কার প্রদান করা হয়। তাঁকে একটি ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, “শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কারও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করা আইনগতভাবে বাধ্যতামূলক। এটি শুধু আইনগত নয়, বরং একজন নাগরিকের মৌলিক অধিকার।”
তিনি আরও বলেন, সঠিক নিবন্ধনের মাধ্যমে একজন ব্যক্তির শিক্ষা, চিকিৎসা, পাসপোর্ট, উত্তরাধিকার, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন সরকারি সেবা গ্রহণ সহজ হয়। পাশাপাশি এটি রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা ও পরিসংখ্যানের জন্যও অপরিহার্য।
সভায় উপস্থিত সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।