ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জ কিন্ডারগার্টেনের মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা

rising sylhet
rising sylhet
মার্চ ১৫, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

২০তম মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করা করেছেন গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের কতৃপক্ষ।

বুধবার বিকাল ৩টায় এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় গোলাপগঞ্জ আইডিয়াল পাবলিক স্কুলে ফলাফল ঘোষণা করেন মেধাবৃত্তি ২০২২ এর পরীক্ষা নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম সুহেল।

প্রকাশিত ফলাফল অনুসারে বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছেন মোট ১৪৭জন শিক্ষার্থী। এর মধ্যে ৫১জন শিক্ষার্থী পেয়েছেন ট্যালেন্টপুল বৃত্তি। এছাড়াও সাধারণ গ্রেডে ৮১ জন ও বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছেন ১৫জন শিক্ষার্থী।

প্রথম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন ১১জন, সাধারণ গ্রেডে ১৬জন ও বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছেন ৫জন শিক্ষার্থী। দ্বিতীয় শ্রেণিতে ১০জন পেয়েছেন ট্যালেন্টপুল। সাধারণ গ্রেডে ১৭জন ও বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছেন ৩জন শিক্ষার্থী। তৃতীয় শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন ১০জন, সাধারণ গ্রেডে ১৬জন ও বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছেন ৩জন শিক্ষার্থী। চতুর্থ শ্রেণিতে ১১জন পেয়েছেন ট্যালেন্টপুল।

সাধারণ ১৫জন ও বিশেষ বৃত্তি পেয়েছেন ২জন শিক্ষার্থী। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন ৯জন, সাধারণ গ্রেডে ১৭জন ও বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছেন ২জন শিক্ষার্থী।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেনের পরিচালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন এসোসিয়েশনের সাংঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কার্যনির্বাহী পরিষদের সদস্য কাজী রাব্বী, মোঃ বদরুল আলম প্রমূখ।

উল্লেখ্য, ২০২২সালের ১২নভেম্বর উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের ২০তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৯২৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

১৩৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।