 
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার শুধু রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে ক্ষান্ত হয়নি, দেশের শিক্ষা ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে বাজেটের সর্বোচ্চ বরাদ্দের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাবে।
তিনি বলেন, শিক্ষাখাত যে কোন রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষার মাধ্যমেই জাতির প্রকৃতি উন্নতি নিশ্চিত হয়। জ্ঞান বিজ্ঞানের প্রসারের এই যুগে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও মেধাবী হিসেবে গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের কুশিয়ারা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে প্রেরণা সংঘ আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, কুশিয়ারা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি রেহান উদ্দিন রায়হান, কুশিয়ারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিতালি দে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লুকুছ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী খুরশিদ আলম, বাদেপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রাসেল আহমদ নাজির, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, মহানগর কৃষক দলের শিল্প বিষয়ক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সুলেমান মিয়া, সিলেট ল’কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না, কুশিয়ারা কলেজের শিক্ষার্থী ফারিহা খাতুন নিলা ও মামুন আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রেরণা সংঘের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                