ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোল করে এগিয়ে যায় সিঙ্গাপুর

rising sylhet
rising sylhet
জুন ১০, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

শিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায়  মাঠে নামে বাংলাদেশ।  এই ম্যাচে ৪৪  মিনিটে গোল করে এগিয়ে যায় সিঙ্গাপুর ।

বড় চমক আসে বাংলাদেশ দলের একাদশে। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া রয়েছেন বেঞ্চে। তার বদলে মাঝমাঠে খেলছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম, যিনি এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করছেন।

এদিন শুরু থেকেই পাল্টাপালটি আক্রমনে খেলতে থাকে দুই দল। খেলার প্রথমার্ধে বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। তা না হলে খেলার শুরুতেই এগিয়ে থাকতে পারতো স্বাগতিকরা।

ম্যাচের প্রথম ২০ মিনিটে দারুণভাবে আক্রমণ শুরু করে বাংলাদেশ। মাঝমাঠে ফাহমিদুল ইসলাম ও শাকিল আহাদের চমৎকার পরিকল্পনায় একের পর এক সুযোগ তৈরি হয়, তবে ফরোয়ার্ড রাকিব হোসেন গোলের দেখা পাননি। শেষ মুহূর্তে বারবার বলের সঙ্গে সংযোগ না করতে পারায় এগিয়ে যেতে পারেনি লাল-সবুজরা।

প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশ ফের চেপে বসে। সমিত সোম দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দেন—পাঁচটির মতো আক্রমণের সূচনা করেন তিনি। একবার তার পাস থেকে রাকিব সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন।

সিঙ্গাপুরও পাল্টা আক্রমণে দুইবার সুযোগ পেয়েছিল, তবে গোলরক্ষক মিতুল ও ডিফেন্স লাইনের তৎপরতায় সে যাত্রা রক্ষা পায় বাংলাদেশ। তবে ফাহমিদুল একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন, যা ছিল ম্যাচের প্রথম কার্ড। রক্ষণভাগে তারিক কাজী দুইবার আঘাত পেয়েও খেলা চালিয়ে যান।

তবে ৪৪তম মিনিটে রক্ষণের ভুলের খেসারত দিতে হয়। গোলকিপার মিতুল বল ফিস্ট করতে ব্যর্থ হন, রিবাউন্ড থেকে সিঙ্গাপুরের সং উই ইয়াং ডানদিক থেকে পাওয়া ক্রসটি জালে পাঠিয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন। বল ঠেকাতে চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী, কিন্তু শেষ রক্ষা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।