raising sylhet
ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস সংযোগ’র দাবিতে গোয়াইনঘাটে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের নাগরিক মতবিনিময়

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩০, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা তথা বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ, সকল পাথর,বালু কোয়ারী খুলে দেয়া সহ বৈষম্যের শিকার ১৭ পরগনা খ্যাত বৃহত্তর জৈন্তিয়াবাসীর ১০ দফা ন্যায্য দাবী বাস্তবায়নের লক্ষ্যে গোয়াইনঘাটে মতবিনিময় সভা ও উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে হাফিজ তাজুল ইসলাম’র সভাপতিত্বে ও সাংবাদিক মনজুর আহমদ’র পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আহবায়ক এডভোকেট আব্দুল আহাদ, সদস্য সচিব ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন,সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান এমএ রহিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, পরিষদের যুগ্ম আহবায়ক ইসমাইল আলী আশিক, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, মাষ্টার মনজুর আহমদ, বিএনপি নেতা আব্দুল মালিক, লোকমান আহমদ, শাহেদ মেম্বার, জাকারিয়া আহমদ, মাওলানা নুরুল ইসলাম হেলালি, খেলাফত মজলিস নেতা মাওলানা দেলোয়ার হোসেন ও প্রভাষক নজরুল ইসলাম, মাষ্টার মনজুর আহমদ, জামায়াত নেতা সিরাজ উদ্দিন, আজিজুর রহমান, কামাল উদ্দিন, সাংবাদিক আমির উদ্দিন, মাওলানা রফিক আহমদ, আলিম উদ্দিন, ইয়াহিয়া বাদল, মোশাররফ হোসেন, কাজী শামসুজ্জামান, সুলেমান, সুজন প্রমুখ।

Advertisements

সভায় সকলের সম্মতিতে হাফিজ তাজুল ইসলামকে আহবায়ক ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদকে সদস্য সচিব করে ১০১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করতে উপজেলার ১৩টি ইউনিয়নে উন্নয়ন পরিষদের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

১৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।